চট্টগ্রামে চেক জালিয়াতির মামলায় এক ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম আদালত-২ এর বিচারক আবু ছালেম মোহাম্মদ নোমানের আদালত এ আদেশ দেন।
কারাগারে যাওয়া ব্যবসায়ীর নাম সৈয়দ সেকান্দর আহমদ (৩৮) চট্টগ্রামের আনোয়ারার মালঘর এলাকার সৈয়দ ছাদেক আহমদের ছেলে। আর মামলার বাদী আহসান উল্লাহ নগরীর জুবলী রোডের ইউনিটি করপোরেশনের মালিক।
আদালত সূত্রে জানা যায়, আসামি সেকান্দর ২০১৮ সালের ৩১ ডিসেম্বর
ইউনিটি করপোরেশন থেকে হার্ডওয়্যার ও স্যানিটারি পণ্য ক্রয় করেন। প্রতিষ্ঠানের মালিক আহসান উল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় বেশিরভাগ সময় বাকিতে পণ্য ক্রয় করতেন। পরে হিসাব করে বাকি টাকা পরিশোধ করলেও ১৭ লাখ ৮৬ লাখ টাকা পরিশোধ করতে দেরি হবে জানিয়ে ব্র্যাক ব্যাংকের অনলাইন ব্যাংকিং শাখার ১০ লাখ ও ৭ লাখ ৮৬ হাজার টাকার দুটি চেক দেন। কিন্তু চেক দুটি ডিজঅনার হয়। সৈয়দ সেকান্দর আহমদ ওই টাকা দিতে পরে অস্বীকার করেন। বাদী ওই টাকা পরিশোধ করার একাধিকবার অনুরোধ করলে আসামি প্রাণে মারার হুমকি দেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে গত বুধবার রাতে নগরীর চকবাজার থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।