advertisement
advertisement

সব খবর

advertisement
advertisement

আগাম ভোট ও জরিপ দুটোতেই এগিয়ে বাইডেন

কৌশলী ইমা নিউ ইয়র্ক প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২০ ১১:৫৭ | আপডেট: ৩০ অক্টোবর ২০২০ ১২:০৭
advertisement

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত জনমত জরিপ ও আগাম ভোটের ক্ষেত্রে দুটোতেই এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির জো বাইডেন। নির্বাচন ঘনিয়ে আসায় সম্প্রতি নতুন করে জরিপ চালিয়েছে সংবাদমাধ্যম সিএনএন এবং জরিপ সংস্থা এসএসআরএস। এ জরিপেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন বাইডেন।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সাত কোটিরও বেশি ভোটার এবারের নির্বাচনে আগাম ভোট দিয়েছেন। এ সংখ‍্যা ২০১৬ সালের নির্বাচনে মোট ভোটার উপস্থিতির অর্ধেক। সিএনএন-এসএসআরএস এর জরিপে বলা হয়েছে, আগাম ভোট দিয়েছেন এমন ব্যক্তিদের মধ্যে ৬৪ শতাংশই জো বাইডেনের প্রতি রায় দিয়েছেন। অন্যদিকে এমন ভোটারদের মধ্যে ট্রাম্পের প্রতি রায় দিয়েছেন ৩৪ শতাংশ।

এখন পর্যন্ত ভোট দেননি, তবে আগাম ভোট দেওয়ার পরিকল্পনা করছেন এমন ভোটারদের ৬৩ শতাংশই জো বাইডেনের সমর্থক। অন্যদিকে ট্রাম্পের সমর্থক ৩৩ শতাংশ। অর্থাৎ, এক্ষেত্রে দুই তৃতীয়াংশ ব্যবধানে এগিয়ে রয়েছেন বাইডেন।

নির্বাচন প্রকল্পের সংগৃহীত তথ্য অনুযায়ী, আগাম ভোট প্রদানকারী ভোটারদের সংখ্যা বাড়ছে। এবারের নির্বাচনে সর্বোচ্চ ভোট প্রদানের রেকর্ড হতে পারে।

এদিকে, জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ৫৪ শতাংশ জো বাইডেনকে সমর্থন দিয়েছেন। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছেন ৪২ শতাংশ ভোটার।

২০১৯ সাল থেকে সিএনএন এর প্রতিটি জরিপেই এগিয়ে আছেন জো বাইডেন। জাতীয় পর্যায়ে বড় ধরনের সবকটি জনমত জরিপে এগিয়ে আছেন তিনি। তবে কিছু দোদুল্যমান রাজ্য রয়েছে যার উপর ফলাফল নির্ভর করছে। সংবাদমাধ্যমের ওই জরিপে বাইডেন যতটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন গত দুই দশকেও শেষ মুহূর্তে কোনো প্রার্থী এতোটা সুবিধাজনক অবস্থায় ছিলেন না।

ডেমোক্র্যাটিক নেতাদের আশঙ্কা, ট্রাম্প নির্বাচনে হেরে গেলে ফল মেনে নেবেন না। এ ব্যাপারে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনও বলেছেন, এটিই তার সবচেয়ে বড় শঙ্কার জায়গা।

advertisement
Evaly
advertisement