করোনা ভাইরাসের জীবাণু মাখানো চিঠির বিষয়ে সব দেশের রাজনৈতিক নেতাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল। করোনাবিষয়ক সতর্কতার দ্বিতীয় সংস্করণে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, সীমাবদ্ধ ঝুঁকির পরও করোনা সংক্রমিত চিঠি দিয়ে কয়েকজন রাজনৈতিক নেতাকে টার্গেট করা হয়েছে। এভাবে আরও মানুষকে টার্গেট করা হতে পারে।
কারা এ ধরনের চক্রান্ত করতে পারে, সে সম্পর্কে নির্দিষ্ট কিছু জানানো হয়নি ইন্টারপোলের সতর্কবার্তায়। শুধু বলা হয়েছে, রাজনৈতিক নেতাদের পাশাপাশি পুলিশ,
চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ করোনা মোকাবিলায় সামনের সারিতে যারা থাকছেন, তাদেরও সংক্রমিত করার চেষ্টা চালানো হতে পারে।
ইন্টারপোল বলছে, করোনা মহামারীর পরিস্থিতিকে কাজে লাগিয়ে সংগঠিত অপরাধীরা মানুষকে বিভিন্নভাবে ঠকানোর চেষ্টা করছে। পরিস্থিতির সুযোগ নিয়ে বাজারে নকল মাস্ক, স্যানিটাইজার, করোনা পরীক্ষার কিট, প্রতিরোধকারী ওষুধ বিক্রি হচ্ছে। করোনার ভ্যাকসিন বাজারে এলে তাও কালোবাজারে চলে যেতে পারে। এসব বিষয়ে গোয়েন্দা ও নিরাপত্তা এজেন্সিগুলোকে সতর্ক করেছে ইন্টারপোল।