বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার দুপুরে শেষবারের মতো বাদল রায় এসেছিলেন নিথর নিস্তব্ধ মরদেহ হয়ে। যে মাঠে বাদল রায়ের পায়ের কারুকাজ দেখে হাততালিতে স্টেডিয়াম মুখরিত করতো হাজার হাজার মানুষ সেই মাঠে বাদল রায়কে শেষবারের মতো দেখতে এসে চোখের পানি ফেললেন তার অগ্রজ, সতীর্থ ও অনুজ ফুটবলারসহ অসংখ্য মানুষ। সারিবদ্ধ হয়ে সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন দেশের ফুটবলের অন্যতম এই কিংবদন্তিকে। এক ঘণ্টার ব্যবধানে প্রিয় মোহামেডান আর প্রিয় বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে চিরবিদায় নিলেন বাদল রায়। চিরবিদায় দিলেন ক্রীড়াঙ্গনের এবং রাজনৈতিক অঙ্গনের মানুষ।