ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তমে আটকে পড়ে বাংলাদেশি জাহাজ ‘এমভি মা’। প্রতিকূল আবহাওয়ার কারণে গত অক্টোবর থেকে টেনেটি পার্কের কাছে জাহাজটি আটকে আছে। সেটি নিয়ে স্থানীয়দের মধ্যে তুমুল আগ্রহ সৃষ্টি হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ জাহাটি দেখতে আসছেন। স্থানীয় ও পর্যটকদের সামলাতে পুলিশ হিমশিম খাচ্ছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, প্রতিদিন শতশত মানুষ জাহাজটি দেখতে আসছেন। পরে বিশাখাপত্তম প্রশাসন জাহাজটিকে ভাসমান রেস্টুরেন্টে রূপান্তরিত করতে চাইছে বলে জানা গেছে।
জানা গেছে, ৩ হাজার টনের জাহাজটি পণ্য নামাতে গিয়ে ঝড়ের কবলে পড়ে। বঙ্গোপসাগরের অবস্থা খারাপ থাকায় আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এরপর আরও জটিলতা সৃষ্টি হওয়ায় মালিকপক্ষ আর আনতেও পারছে না।
বিশাখাপত্তমের ডিস্ট্রিক্ট কালেক্টর শ্রী ভি বিনয় চাঁদ আজ শুক্রবার জানান, জাহাজের জ্বালানি পুরোপুরি সরানো হয়েছে। অন্য ছাড়পত্র পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। রাজ্য সরকার জাহাজটি পর্যটন প্রজেক্ট হিসেবে নিয়ে নেবে। বিনয় চাঁদের দাবি, তারা মালিকপক্ষের থেকে মৌখিক অনুমতি পেয়েছেন। এখন আনুষ্ঠানিক অনুমতির অপেক্ষায় আছেন।