বর্তমান সময়ে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার ‘ব্যাপক আকার’ ধারণ করেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন। একই সঙ্গে গত বৃহস্পতিবার রাতে স্বেচ্ছাসেবক দলের সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল্লাহ
আল কায়েসকে
গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
বিবৃতিতে দলটির মহাসচিব বলেন, বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের অব্যাহত গতিতে গ্রেপ্তার ও হীন উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে কারাগারে নিক্ষেপের মাধ্যমে গোটা দেশকেই কারাগারে রূপান্তরিত করেছে সরকার। বর্তমান সময়ে এ গ্রেপ্তারের ঘটনা ব্যাপক আকার ধারণ করেছে। এ ধরনের অপকর্ম সরকারের চলমান প্রক্রিয়ায় পরিণত হয়েছে।
মির্জা ফখরুল আরও বলেন, স্বেচ্ছাসেবক দলের সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়েসকে গ্রেপ্তারের ঘটনা সেই চলমান প্রক্রিয়ারই অংশ। আবদুল্লাহ আল কায়েসকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।