আবদুুর রাজ্জাক [১৯১৪-১৯৯৯] বিশিষ্ট শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী। তার জ্ঞানের পরিধি বিস্তৃত ছিল প্রাচ্যতত্ত্ব, ইতিহাস ও রাজনীতিসহ শিল্পের সব শাখায়। তাকে বলা হতো শিক্ষকদের শিক্ষক। তার অনুগামীদের মধ্যে শুধু লেখক-বুদ্ধিজীবী নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ
অনেক রাজনৈতিক নেতাও ছিলেন।
আবদুুর রাজ্জাক ১৯১৪ সালে ঢাকার নবাবগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি লন্ডন স্কুল অব ইকোনমিক্সে অধ্যাপক হ্যারল্ড লাস্কির অধীনে পিএইচডি করার জন্য লন্ডনে যান। তবে লাস্কি পরলোকগমন করায় তার থিসিস মূল্যায়ন করার মতো কেউ নেই, এই বিবেচনায় থিসিস জমা না দিয়েই দেশে ফেরেন। ১৯৭৫ সালে বাংলাদেশ সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিলে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন। ১৯৯৯ সালের ২৮ নভেম্বর মৃত্যু হয় এই জ্ঞানতাপসের।
আবদুুর রাজ্জাক তার অসাধারণ জ্ঞান ও প্রজ্ঞার কারণে খ্যাতি পান। বিশিষ্ট লেখক ও চিন্তক আহমদ ছফা তাকে নিয়ে ‘যদ্যপি আমার গুরু’ নামে দুর্দান্ত এক গ্রন্থ রচনা করেছেন। তাকে নিয়ে দীর্ঘ পরিসরে লিখেছেন সরদার ফজলুর করিমের মতো প্রাজ্ঞজন।