ইন্সটিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) কর্তৃক আয়োজিত ২০তম আইসিএবি জাতীয় পুরস্কারে ২০১৯ সালের সেরা উপস্থাপিত বার্ষিক প্রতিবেদনের জন্য ইন্টিগ্রেটেড রিপোর্টিং ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।
এ ছাড়া প্রতিষ্ঠানটি ২০১৯ সালের সেরা উপস্থাপিত বার্ষিক প্রতিবেদনের জন্য করপোরেট গভর্ন্যান্স ডিসক্লোজার ক্যাটাগরিতে যৌথ প্রথম এবং ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ক্যাটাগরিতে তৃতীয় স্থান লাভ করেছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং আইসিএবি’র চিফ ফাইন্যান্সিয়াল অফিসার শামীম আল মামুনের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খাজা শাহরিয়ার।