অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল টিভি অভিনেত্রী শবনম ফারিয়ার সংসার ভাঙনের মুখে। সেই কানাঘুষা এখন বাস্তবে রূপ নিল। গতকাল ফেসবুক স্ট্যাটাসে সেই ভাঙনের কথা স্বীকার করলেন শবনম ফারিয়া। বিয়ের ঠিক এক বছর নয় মাসের মাথায় হারুন অর রশীদ অপুর সঙ্গে সংসারের ইতি টানলেন তিনি। ২৭ নভেম্বর বিচ্ছেদপত্রে সই করেন দুজনে। শবনম ফারিয়া বলেন, ‘অনেক দিন ধরেই চেষ্টা করেছি একসঙ্গে থাকতে! কিন্তু বিষয়টা একটা পর্যায়ে খুব কঠিন হয়ে যায়। আমরা এ বছরের শুরু থেকেই সিদ্ধান্তে আসি আর একসঙ্গে থেকে কষ্টে থাকতে চাই না। তাই বৈবাহিক জীবনের অবসান ঘটিয়ে আবারও পাঁচ বছরের পুরনো বন্ধুত্বে ফিরে গিয়েছি।’ গত বছরের ১ ফেব্রুয়ারি বিয়েবন্ধনে আবদ্ধ হন শবনম ফারিয়া ও অপু।