পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, অনেকে ব্যক্তিস্বার্থে পাহাড়, টিলা কেটে অবৈধ স্থাপনা নির্মাণ করে স্থায়ীভাবে পরিবেশের ক্ষতি সাধন করছে। পরিবেশ সুরক্ষায় পাহাড় ও টিলা বিনষ্টকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, সিলেট ও পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অংশ
পাহাড় ও টিলার কারণে পর্যটন অঞ্চলে পরিণত হয়েছে। পাহাড় ও টিলা বিনষ্ট কার্যক্রম বন্ধ না হলে প্রকৃতি তার ভারসাম্য হারাবে এবং মানুষের ঘোরাফেরা করার জায়গা সংকুচিত হবে। তিনি বলেন, লাখ লাখ টাকা ব্যয় করে সুন্দর বাড়ি বা স্থাপনা নির্মাণ করা গেলেও পাহাড় বা নদী তৈরি করা যাবে না। দেশের মানুষের জন্য বাসযোগ্য পরিবেশ বজায় রাখার স্বার্থে পাহাড় ও টিলা কাটা বন্ধ করতে হবে।
গতকাল রাজধানীর সরকারি বাসভবন থেকে অনলাইনে মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ২০২০-২১ অর্থবছরে রবি মৌসুমে বীজ সহায়তা প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে হাইব্রিড জাতের ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরে মন্ত্রী উপজেলার তিন হাজার কৃষকের মধ্যে দুই কেজি করে বিনামূল্যে বোরো হাইব্রিড ধানবীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। #