ইক চানের বাড়িতে ঢোকার মুখে হেলমেট পরা বড় দুটি কাকতাড়ুয়া। একটির রঙ লাল, অন্যটি সাদা। তার বিশ্বাস, এ দুটির জাদুতেই তিনি ও তার পরিবার এখন পর্যন্ত করোনা থেকে রক্ষা পেয়েছেন। তবে এটি নিতান্তই স্থানীয় বাসিন্দাদের প্রচলিত বিশ্বাস, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কম্বোডিয়ার কান্দাল প্রদেশের
একটি গ্রামের বাসিন্দা ইক চান। শুধু তিনি নন, দেশটির অনেক গ্রামের মানুষ যুগ যুগ ধরে বিশ্বাস করেছেন, অশুভ আত্মা বা রোগবালাই থেকে রক্ষা করার মতো জাদুকরী ক্ষমতা আছে কাকতাড়ুয়ার। স্থানীয় ভাষায় কাকতাড়ুয়াকে বলা হয় ‘টিং মং’।
৬৪ বছর বয়সী ইক চান বলেন, যেদিন থেকে আমি বাড়ির ফটকে এই টিং মং দুটি বসিয়েছি, সেদিন থেকে এগুলো কোনো ভাইরাসকেও আমার বাড়িতে ঢুকতে দেয়নি। এরা আমার পরিবারকে রক্ষা করছে। আমি টিং মংয়ের জাদুতে বিশ্বাস করি। ফলে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো আশঙ্কা আমি করি না।
কম্বোডিয়ায় গত মার্চ, জুলাই ও আগস্টে করোনা ভাইরাসে আক্রান্ত কিছু রোগী শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত মোট রোগী শনাক্ত হয়েছে ৩০৭ জন। তবে একজনেরও মৃত্যু হয়নি।