ডোপ টেস্টে মাদকাসক্তির প্রমাণ পাওয়ায় কুষ্টিয়ার আট পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। গতকাল সোমবার এ তথ্য দিয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার তানভীর আরাফাত বলেন, অভিযোগ পাওয়অ ১২ পুলিশ সদস্যের বিরুদ্ধে ডোপ টেস্ট করাই। ১০ জনের শরীরে মাদকের অস্তিত্ব পেয়েছি। আটজনকে চাকরিচ্যুত করা হয়েছে। বাকি দুজনের বিরুদ্ধে তদন্ত চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন উল্লেখ করে পুলিশ সুপার জানান, পুলিশ ডিপার্টমেন্টে কোনো মাদকসেবনকারী থাকতে পারবে না।
চাকরিচ্যুত এসব পুলিশ সদস্যের মধ্যে দুজন উপপরিদর্শক (এসআই), দুজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং অন্যরা কনস্টেবল ছিলেন।
পুলিশ সূত্র জানায়, দেড় বছর ধরে পর্যায়ক্রমে ১২ জনের ডোপ টেস্ট করানো হয়। সহেন্দভাজন ও গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ২০১৯ সালের মে মাস থেকে গত ২৮ সেপ্টেম্বর পর্যন্ত মাদকসেবনকারীদের বিরুদ্ধে এসব মামলা করা হয়।