বরিশালের আগৈলঝাড়া উপজেলায় রেশনকার্ড দেওয়ার আশ্বাসে বাড়িতে ডেকে নিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মাসুদ মোল্লা নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল তাকে কারাগারে পাঠানো হয়। পাশাপাশি মেয়েটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। মাসুদ আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের মৃত মোছলেম আলী মোল্লার ছেলে। গত ২৬ নভেম্বর রাতে ধর্ষণের ঘটনাটি ঘটে। শনিবার রাতে মাসুদের বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করা হয়। রাতেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এদিকে সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সুজেল আহমদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর (নোয়াপাড়া) গ্রামের রফিক মিয়ার ছেলে। গতকাল দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত রবিবার রাতে খাজাঞ্চী ইউনিয়নের
জয়নগর (নোয়াপাড়া) গ্রামে মামার বাড়িতে সপরিবারে বসবাস করা এক নারী (ওই প্রবাসীর স্ত্রী) থানায় অভিযোগ দেন। তার অভিযোগ, গত শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে পাশের বাড়ির সুজেল আহমদ ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়।