ঢাকার ধামরাইয়ে এক গৃহবধূর দায়ের করা ধর্ষণ মামলায় ইউসুফ আলী নামে এক নিকাহ রেজিস্ট্রারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা ধামরাই থানার এসআই মো. একেএম সাইদুজ্জামান আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। তবে মামলার সিডি না থাকায় রিমান্ড শুনানি রবিবার ঠিক করে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিকা খানম আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহার থেকে জানা যায়, প্রায় এক মাস আগে নিজের বিয়ের কাবিনের অর্থের পরিমাণ এক লাখ থেকে তিন লাখ টাকা বাড়ানোর কথা বলে তাকে কাজি অফিসে ডেকে নেন ইউসুফ আলী। ওই গৃহবধূ তার অফিসে গেলে কাগজ অফিসে নেই জানিয়ে তাকে পৌর এলাকার নিজ ভাড়া বাসায় নিয়ে যান ইউসুফ। পরে তাকে ধর্ষণ করেন। তবে ওই সময় বাসায় কেউ ছিল না। এ ঘটনায় বৃহস্পতিবার ওই গৃহবধূ ধর্ষণের অভিযোগে মামলা করেন। পরে গত ৩ ডিসেম্বর চন্দ্রাইল এলাকা থেকে ইউসুফকে গ্রেপ্তার করা হয়।