লক্ষ্মীপুর হানাদার মুক্ত দিবস ছিল গতকাল। এ উপলক্ষে লক্ষ্মীপুরে নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে বিজয়র্যালি করেছেন মুক্তিযোদ্ধারা। সকালে জেলা শহরের সামাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। আমরা কজন মুজিব সেনার আয়োজনে এ সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা এএফ জসীম উদ্দিন আহমদ, সংগঠনের জেলা সদস্য কারি কবি মুজতবা আল মামুন, মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী, বসির আহমদ।
সমাবেশে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুসহ একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করে অবিলম্বে এলাকাভিত্তিক পাকিস্তাদের দোসর রাজাকার, আলবদর ও তাদের দোসরদের তালিকা প্রণয়নের দাবি জানানো হয়। একইসঙ্গে ভাস্কর্য ইস্যু নিয়ে চক্রান্তকারীদের হুশিয়ারি দেন। এর আগে র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান মুখর ছিল।