গত বছর ডিসেম্বরে সাউথ এশিয়ান (এসএ) গেমসে নেপালের সাদতোবাদো কমপ্লেক্স আলোকিত করেছিলেন তিন সোনাজয়ী কারাতেকা। হুমায়রা আক্তার অন্তরা, মারজান আক্তার প্রিয়া ও আল আমিন। দীর্ঘ প্রায় এক বছর পর ফের ম্যাটে নামছেন তারা। ১০-১২ ডিসেম্বর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে অন্যদের সঙ্গে লড়বেন আনসারের হুমায়রা এবং সেনাবাহিনীর প্রিয়া ও আল আমিন। ৭৬টি সংস্থা ও জেলার প্রায় সাড়ে নয়শ কারাতেকা এবং দেড়শ অফিসিয়াল অংশ নেবেন ওই আসরে। জাতীয় চ্যাম্পিয়নশিপের গুরুত্ব বুঝিয়ে ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোস্তফিজুর রহমান বলেন, ‘২০২২ সালে পাকিস্তানে অনুষ্ঠিত হবে এসএ গেমসের ১৩তম আসর। এই প্রতিযোগিতায় পদক জেতা কারাতেকাদের নিয়ে আমরা দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেব। সেখান থেকেই এসএ গেমসের জন্য কারাতেকা বাছাই করা হবে।’ দীর্ঘদিন পর ম্যাটে নামার খবরে উচ্ছ্ব¡াস প্রকাশ করেছেন অন্তরা, ‘খুব ভালো লাগছে আবার প্রতিযোগিতায় ফিরতে পারব। এসএ গেমস থেকে আসার পর তো আর খেলাই হয়নি। যদিও বাসাতেই অনুশীলন করেছি।’