বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন। বাফুফে গত সপ্তাহে জানিয়েছিল, কাজী সালাউদ্দিন করোনায় আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তি জানানো হয়েছে বাফুফে সভাপতির করোনা ভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। করোনা ভাইরাসের তেমন উপসর্গ ছিল না তার। করোনা পরীক্ষার ফল পজিটিভ আসার পর আইসোলেশনে ছিলেন তিনি। বাফুফে সভাপতির করোনা আক্রান্তের খবর পান বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফানটিনো। কাজী সালাউদ্দিনের দ্রুত আরোগ্য কামনা করে চিঠি দিয়েছেন তিনি। সে সময় সালাউদ্দিন জানান, তার করোনা ভাইরাসের উপসর্গ রয়েছে। তবে ভালো আছেন। দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য সবার কাছে দোয়া চান এবং খোঁজখবর নেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। টানা চতুর্থ বারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী সালাউদ্দিন। সর্বশেষ গত ৩ অক্টোবরের নির্বাচনে চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হন তিনি। দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) বর্তমান সভাপতিও কাজী সালাউদ্দিন।