জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী চ্যাম্পিয়নশিপ ২০২০ টুর্নামেন্টের দুটি সেমিফাইনালের খেলা গতকাল অনুষ্ঠিত হয়েছে। প্রথম সেমিফাইনালে রংপুর ২-০ গোলে হারায় রাজশাহী জেলাকে। দ্বিতীয় সেমিফাইনালে মাগুরা ৪-০ গোলে হারায় গাইবান্ধা জেলাকে। এবার শিরোপা নির্ধারণী লড়াইয়ে রংপুর ও মাগুরা পরস্পরের মুখোমুখি হবে। আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি। পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী এ ম্যাচটি শুরু হবে বেলা ২টায়।
টুর্নামেন্টের দুটি সেমিফাইনালের খেলাই রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রথম সেমিফাইনালে মাঠে নেমে খেলার প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় রংপুর। ২১ ও ৩৮ মিনিটে গোল দুটি উপহার দেন খাদিজা। এর পর দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে আর গোল হয়নি। ফলে রাজশাহীর বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন রংপুরের ফুটবলাররা। অন্য সেমিফাইনালে গাইবান্ধার বিপক্ষে প্রথমার্ধেই বাজিমাত করেন মাগুরার ফুটবলাররা। ১৮ মিনিটে সুমাইয়া, ২৮ মিনিটে বৃষ্টি এবং কনা কর্মকার ৩৩ মিনিটে গোল করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকটি গোল পায় মাগুরা।