স্পিনার যুজবেন্দ্র চাহাল ও অভিষেক হওয়া বাঁহাতি পেসার নটরাজনের বোলিং নৈপুণ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল সফরকারী ভারত। গতকাল ক্যানবেরায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ১১ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া। ভারতের করা ৭ উইকেটে ১৬১ রানের জবাবে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয় ১৫০ রানে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বিরাট কোহলির ভারত। ৬ ডিসেম্বর সিডনিতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। ওয়ানডে সিরিজ হারের প্রতিশোধ টি-টোয়েন্টিতে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামে ভারত। ক্যানবেরায় টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিং করতে পাঠায় অস্ট্রেলিয়া। লোকেশ রাহুলকে নিয়ে ইনিংস শুরু করেন শিখর ধাওয়ান। কিন্তু শুরুটা ভালো হয়নি। তৃতীয় ওভারের পঞ্চম বলে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের বলে বোল্ড হন ১ রান করা ধাওয়ান। ধাওয়ানের মতো ব্যর্থ হয়েছেন অধিনায়ক বিরাট কোহলিও। লেগস্পিনার মিচেল সুইপসনকে ফিরতি ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৯ রানে আউট হন কোহলি। ৪৮ রান তুলতেই ২ উইকেট হারায় ভারত। এ অবস্থায় অস্ট্রেলিয়ার ওপর পাল্টা আক্রমণ করার চেষ্টা করেন রাহুল ও সঞ্জু স্যামসন। দ্রুত রান তোলার চেষ্টা করেন তারা। ২৭ বলে ৩৮ রান করেন রাহুল-স্যামসন জুটি। তবে ১৫ বলে একটি করে চার-ছক্কায় ২৩ রান করে আউট হন স্যামসন। এর পর মনিষ পান্ডিয়া ২ ও হার্দিক পান্ডিয়া ১৬ রানে থামেন। এর মধ্যেও এক প্রান্ত আগলে রেখে দলের রানের চাকা সচল রাখা রাহুলও ৪০ বলে ৫১ রানে আউট হয়ে যান। তার ইনিংসে পাঁচটি চার ও একটি ছক্কা ছিল। রাহুল আউট হলে ১১৪ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। তখন ইনিংসের ১৯ বল বাকি ছিল। ইনিংসের বাকি সময়ে ব্যাট হাতে বিধ্বংসী রূপ নেন রবীন্দ্র জাদেজা। ২৩ বলে অপরাজিত ৪৪ রান করেন তিনি। পাঁচটি চার ও একটি ছক্কা মারেন জাদেজা। জশ হ্যাজেলউডের করা ১৯তম ওভার থেকে ২৩ রান নেন জাদেজা। জয়ের জন্য ১৬২ রানের জয়ের লক্ষ্যে সূচনাটা ভালোই ছিল অস্ট্রেলিয়ার। ৪৬ বলে দলকে ৫৬ রান উপহার দেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডি’আর্চি শর্ট ও অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ২৬ বলে ৩৫ রান করা ফিঞ্চকে তুলে নিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন চাহাল। তিন নম্বরে নামা ইনফর্ম স্টিভেন স্মিথকে দ্রুত বিদায় দিয়ে ভারতকে দারুণভাবে লড়াইয়ে ফেরান চাহাল। ১২ রান করেন স্মিথ।