টটেনহ্যামের দক্ষিণ কোরিয়ান ফুটবলার সন হিউং মিন। পরশু রাতে ইউরোপা লিগে গোল করেছেন। জাতীয় দলের ম্যাচেও সফল তিনি। ১৯৯২ সালে জন্ম নেওয়া এই ফুটবলার ফুটবলের পাশাপাশি প্রয়োজনে কোরিয়ার আর্মিতেও যোগ দেন। এটা সে দেশের নিয়ম। প্রয়োজনের সময় তাকে আর্মিদের সঙ্গে কাজ করতে হবে। ২০১০ সাল থেকে তিনি দক্ষিণ কোরিয়ার হয়ে খেলেন। টটেনহ্যামের হয়ে খেলছেন ২০১৫ সাল থেকে। দুর্দান্ত গতি ও গোলের জন্য জনপ্রিয় ফুটবলার হয়ে উঠেছেন মিন।