রাজশাহীর তানোর উপজেলার দুটি পৌরসভায় আওয়ামী লীগের ২২ ও বিএনপির ৪ নেতা নিজ নিজ দল থেকে মনোনয়নপ্রত্যাশী। এর মধ্যে তানোর পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১২ জন, বিএনপির ২ জন এবং মু-মালা পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১০ ও বিএনপির ২ জন। তবে মু-মালা পৌরসভার বর্তমান মেয়র গোলাম রাব্বানী এবার নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। সে কারণে এবার মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় নাম ওঠেনি তার।
অন্যদিকে তানোর পৌরসভায় গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পরাজিত হওয়া পৌর আওয়ামী লীগ সভাপতি ইমরুল হক এবারো মনোনয়ন প্রত্যাশী। এই পৌরসভায় মেয়র পদে বিএনপির প্রার্থী হিসেবে মিজানুর রহমান মিজানের মনোনয়ন চূড়ান্ত বলে জানা যায়।