সালথায় জমি অধিগ্রহণের পাওনা টাকার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগীরা। শুক্রবার বেলা ১১টার দিকে সালথা উপজেলার বাইপাস সড়কে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা বলেন, সালথা উপজেলা চত্বর থেকে বাজার পর্যন্ত নতুন বাইপাস সড়কের জন্য সরকার জমি অধিগ্রহণ করা হয়। এর মধ্যে উপজেলার দরজা পুরুরা মৌজার বিএস ৯২৪নং খতিয়ানের বিএস ৩৫০নং দাগের মোট ৬৪ শতাংশ জমির মধ্যে ফাতেমা বেগম ও তার শরীকের ৩০ শতাংশ জমি সরকার অধিগ্রহণ করে। শরীকের অন্যরা টাকা পেলেও ফাতেমা বেগম জমি অধিগ্রহণের কোনো টাকা পাননি। তাদের নামে চেক হলেও এখনো তা প্রদান করা হয়নি।
ফাতেমা বেগম জানান, তার স্বামী আব্দুস সামাদ মল্লিক জমির মালিক। স্বামীর মৃত্যুর পর তিনি এবং তার দুই কন্যা সেলিনা আক্তার ও লাভলী বেগম উক্ত জমির ওয়ারিসসূত্রে মালিক। সরকার তাদের জমিটি অধিগ্রহণ করে নেয়। সেই অধিগ্রহণের টাকা তারা এখনো পাননি।
ফাতেমা আরও জানান, প্রভাবশালী দুই ব্যক্তিকে টাকা না দেওয়ায় তিনি জমি অধিগ্রহণের টাকা পাচ্ছেন না। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।