বরিশালের হিজলায় মেঘনা নদীর চরদুর্গাপুর লঞ্চঘাটসংলগ্ন এলাকায় জেগে উঠা চর থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১৪ জনকে মোবাইল কোর্টে কারাদ- প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস।
এর আগে বৃহস্পতিবার বিকালে হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী প্রত্যেককে এক বছর করে কারাদ-ের আদেশ দেন।
হিজলা নৌ-পুলিশের সহায়তায় দ-প্রাপ্ত ১৪ জনকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দ-প্রাপ্তদের মো. আলম, মো. আরিফুল ইসলাম, মো. শাহিন হাওলাদার অন্যতম। তাদের বাড়ি হিজলা, মেহেন্দিগঞ্জ উপজেলা ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায়।
তাদের নেতৃত্বেই নদীতে জেগে ওঠা চর থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা হচ্ছিল।
হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ জানান, হিজলা উপজেলাসংলগ্ন চরগুলোতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।