করোনা ভাইরাস চলাকালে বেকার ও হতদরিদ্রদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছে সরকার। সরকারের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় ১৬ হাজার ১৩৬ জন শ্রমিক দৈনিক ২০০ টাকা করে মজুরি পাবেন। কর্মসূচির আওতায় জেলায় প্রায় ১৩ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। সরকারিভাবে দিনমজুরদের জন্য অফ সিজনে সহায়তা করতে দিনমজুরি হিসেবে ২০০ টাকা করে প্রদান করা হবে।
১২টি উপজেলায় এ কর্মসূচির আওতায় ৩৯০টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রত্যেক শ্রমিক ৪০ দিন করে কাজ করতে পারবেন। পরে আবারও বরাদ্দ পাওয়া গেলে কর্মসূচির সময়সীমা বাড়বে।