তিন বছর প্রেমের পর চলতি বছরের জানুয়ারিতে ধনকুবের হাসান জামিলের সঙ্গে ছাড়াছাড়ি হয় পপতারকা রিয়ান্নার। এর পর থেকেই গুঞ্জন শোনা যায়, দীর্ঘদিনের বন্ধু র্যাপার অ্যাসেপ রকির সঙ্গে প্রেমে জড়িয়েছেন তিনি। অবশেষে সেই গুঞ্জনই হলো সত্যি। সম্প্রতি সংগীতের এই দুই তারকাকে একসঙ্গে নৈশভোজ করতে দেখা গেছে। এর পর একটি সূত্র রিয়ান্না-অ্যাসেপের প্রেমের বিষয়টি আমেরিকান সাপ্তাহিক পিপল ম্যাগাজিনকে নিশ্চিত করেছে। প্রায় এক দশক ধরে দুজনের বন্ধুত্ব। বিভিন্ন অনুষ্ঠানের লাল গালিচায় একসঙ্গে পা মাড়িয়েছেন তারা। কিন্তু তখন দুজনে শুধুই বন্ধু ছিলেন। ২০০৫ সালে প্রকাশিত হয়েছিল রিয়ান্নার প্রথম অ্যালবাম ‘মিউজিক অব দ্য সান’। এর পর তিনি একে একে উপহার দিয়েছেন আরও বেশ কয়েকটি সফল অ্যালবাম। গানের পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই তারকা। প্রয়াত পপতারকা মাইকেল জ্যাকসনকে ‘বিলবোর্ড’ ম্যাগাজিনের জরিপে হারানো একমাত্র শিল্পী রিয়ান্না। ‘কিং অব পপ’ জ্যাকসনের গান হিট তালিকায় ১৩ বার প্রথম অবস্থানে এসেছিল। তবে রিয়ান্না সেটা টপকেছেন। ২০১৬ সালে ১৪তম বারের মতো ১ নম্বরে উঠে আসে তার একক গান। এখন পর্যন্ত ‘বিটলস’ প্রথম অবস্থানে এসেছে সর্বোচ্চ ২০ বার আর সংগীতশিল্পী মারায়া ক্যারি ১৮ বার।