জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের আয়োজনে ৫ ডিসেম্বর মস্তুলের নাহিয়ানস স্পোর্টসপ্লেক্সে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনেই অনুষ্ঠিত হলো ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হুইলচেয়ার স্পোর্টস কার্নিভাল ২০২০’। এ কার্নিভালে সারা বাংলাদেশ থেকে ২৫ জন হুইলচেয়ার অ্যাথলেট হুইলচেয়ার ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, হুইলচেয়ার ডার্টস চ্যাম্পিয়নশিপ ও ইনডোর হুইলচেয়ার ক্রিকেট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধন হয় জাতীয় সংগীতের মাধ্যমে। কার্নিভালের হুইলচেয়ার ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া ১৬ জন হুইলচেয়ার অ্যাথলেটের মধ্যে বিজয়ী হন পাবনার ওলীউল্লাহ ওলী এবং রানারআপ হন খুলনার রবিন গাইন। হুইলচেয়ার ডার্টস চ্যাম্পিয়নশিপের ২৪ জন হুইলচেয়ার অ্যাথলেটের মধ্যে বিজয়ী হন রাজশাহীর জাহিদুল ইসলাম এবং রানারআপ হন রবি হাসদা। ইনডোর হুইলচেয়ার ক্রিকেট চ্যাম্পিয়নশিপে সবুজ, লাল ও নীল দলের হয়ে আটজন করে হুইলচেয়ার অ্যাথলেট অংশগ্রহণ করেন। সবুজ দলের নেতৃত্ব দেন ঢাকার মো. রাজন হোসাইন, লাল দলের নেতৃত্ব দেন সিলেটের জাবেদ আহমেদ এবং নীল দলের নেতৃত্ব দেন ময়মনসিংহের নূর নাহিয়ান। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সবুজ দল ৪ উইকেটে লাল দলকে পরাজিত করে, দ্বিতীয় ম্যাচেও সবুজ দল নীল দলকে ৪ উইকেটে পরাজিত করে এবং তৃতীয় ম্যাচে নীল দল লাল দলকে ২৪ রানে পরাজিত করে। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় সবুজ দল ও নীল দল। ম্যাচের প্রথম ইনিংসে সবুজ দলের রবিনের অপরাজিত ৩০ রান ও হামিদুলের ১২ রানের ওপর নির্ভর করে ২ উইকেটে সংগ্রহ করে ৬১ রান। নীল দলের অধিনায়ক নূর নাহিয়ানের অপরাজিত ৩১ রান ও তানভিরের অপরাজিত ২৩ রানের ইনিংসে ৫ উইকেট হাতে রেখেই ইনডোর হুইলচেয়ার ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জন করে নীল দল। টুর্নামেন্টসেরা হন নীল দলের অধিনায়ক নূর নাহিয়ান।