করোনাভাইরাসের কারণে ৭ মাস বন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হয়েছে মদিনার মসজিদে নববীর ছাদ। এখন থেকে বিশ্বনবী হযরত মুহম্মদ (সাঃ)’র মসজিদ এর ছাদেও সালাত আদায় করতে পারবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
কয়েক মাস আগে থেকে মক্কার মসজিদুল হারাম ও মদিনা মসজিদে নববীর দরজা মুসলিমদের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু বাদ ছিল মদিনার মসজিদে নববীর ছাদ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা কম হওয়ায় খুলে দেওয়া হয় মসজিদে নববীর ছাদ।
মসজিদে নববীর দায়িত্বে থাকা কর্তৃপক্ষ ফজর, মাগরিব, এশা, এবং জুমাবারের নামাজের জন্য অনুমতি দিয়েছে। এখন থেকে নববীর ছাদে প্রায় ১০ হাজার মুসল্লি একসঙ্গে সালাত আদায় করতে পারবে।
ছাদ খুলে দিলেও জোরদার করা হয়েছে নববীর করোনা প্রতিরক্ষায় নিরাপত্তা ব্যবস্থা। মসজিদে প্রবেশপথে এবং ছাদের প্রবেশপথে বিভিন্ন স্থানে মুসল্লিদের শরীরের তাপমাত্রা পরিমাপে থার্মাল ক্যামেরা বসানো হয়েছে।