প্রবাসীদের ফি ছাড়াই দেশে রেমিটেন্স পাঠানোর সুযোগ আগামী বৃহস্পতিবার পর্যন্ত বাড়িয়েছে জনতা ব্যাংক। জনতা ব্যাংকের আরব আমিরাত অপারেশন থেকে এ তথ্য জানানো হয়েছে।
ইংরেজি নববর্ষ উপলক্ষে গত ৩০ ডিসেম্বর থেকে ফি ছাড়াই দেশে রেমিটেন্স পাঠানোর সুযোগ দেয় জনতা ব্যাংক। চলমান সুযোগ বিশেষ বিবেচনায় আগামী বৃহস্পতিবার ৭ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
আবু ধাবি, আল আইন, দুবাই ও শারজাহ ব্রাঞ্চসমূহ শনি থেকে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রবাসীরা এই সুবিধা ভোগ করতে পারবেন। এছাড়া শুক্রবার কেবল রেমিটেন্স পাঠানোর জন্য বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ব্যাংক খোলা থাকে।
প্রসঙ্গত, বর্তমানে ১ দিরহাম সমান ২৩.১৫ টাকা চলমান দর বাজারে চলমান রয়েছে।