ভারতে আজ শনিবার থেকে শুরু হচ্ছে আই লিগ। দল সুদেভা মুনলাইটের বিপক্ষে দুপুরে মাঠে নামছে কলকাতা মোহামেডান। দলটির হয়ে আজ মাঠে নামবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
ভারতীয় ক্লাবের হয়ে মাঠে নামার আগে গতকাল শুক্রবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আই লিগে খেলা ও তার দল কলকাতা মোহামেডান নিয়ে কথা বলেন জামাল। আই লিগ খেলার জন্য মুখিয়ে থাকলেও চাপ অনুভব করছেন না বলে জানিয়েছেন তিনি।
জামাল ভূঁইয়া বলেন, ‘কলকাতা মোহামেডানে খেলা আমার জন্য স্পেশাল কিছু। আই লিগে ভালো কিছু করা একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নিয়ে এসেছি। প্রত্যেকের মতো আমিও ভালো ফলাফল চাই। আশা করি, ভালো কিছু উপহার দিতে পারব।’
কলকাতা মোহামেডানের হয়ে মাঠে নামার আগে কোনো চাপ অনুভব করছেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি কোনো চাপ অনুভব করছি না। আপনি যেখানেই ফুটবল খেলতে যান চাপ থাকবেই। আর চাপ সামলাতে না পারলে তো ফুটবল খেলা যাবে না। তাই মাঠে নামা বা না নামা নয়, আমি নিজের খেলার ওপর নজর দেবো। আমি যে বড় ম্যাচগুলো খেলেছি সেগুলোর অভিজ্ঞতা অবশ্যই কাজে লাগাব। দলের তরুণদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করব। ইউেরাপে খেলার অভিজ্ঞতাও কাজে লাগাব। বলতে গেলে সমর্থকরা একটি ক্ষুধার্ত দল দেখতে পাবে মাঠে, যারা জয়ের জন্য খেলবে।’