গেল বছরের শেষ দিকে করোনায় আক্রান্ত হন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। গুরুতর অসুস্থ অবস্থায় বেশ কিছুদিন তাকে থাকতে হয়েছে হাসপাতালেও। করোনা জয় করে অবশেষে এই অভিনেতা ফিরেছেন শুটিংয়ে। গত বৃহস্পতিবার তিনি অংশ নিয়েছেন আবু হায়াত মাহমুদের ‘স্বর্নমানব’ নাটকে।
শুটিংয়ে ফেরার প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, ‘সবার দোয়ায় এখন বেশ ভালো আছি। তবে শরীরের দুর্বলতা এখনো পুরোপুরি কাটেনি। ডাক্তারের পরামর্শে চলছি। নিয়ম মেনে কাজে যোগ দিয়েছি। শুরুটা করেছি “স্বর্নমানব” নাটক দিয়ে। এই কাজটি করার পেছনে একটি কারণ হলো, আগের খণ্ডগুলোতে আমার চরিত্রটির ধারাবাহিকতা রক্ষার জন্যই কাজটি করা।’
তিনি আরও বলেন, ‘তবে মার্চের আগে নিয়মিত কাজ করার ইচ্ছে নেই। তাই আপাতত নতুন কোন কাজ হাতে নিচ্ছি না। আমার কিছু ধারাবাহিক নাটক আছে। সেগুলোর নির্মাতারা যদি ঠিক মতো নিরাপত্তা দিতে পারেন তাহলে সেসব কাজ করবো।’
আজিজুল হাকিম জানান, ‘স্বর্ণমানব’ নাটকে গোয়েন্দা মহাপরিচালকের চরিত্রে দেখা যাবে তাকে। এতে তার সহশিল্পী হিসেবে আছেন সালাউদ্দিন লাভলু, মোশাররফ করিম, মম, রুনা খানসহ আরও অনেকে।