৭৫৯ গোল করে ক্লাব ও জাতীয় দল মিলে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ‘সিরি আ’ টুর্নামেন্টে গতকাল রোববার রাতে জুভেন্টাস-স্যাসসুয়োলোর ম্যাচে জয়ের নায়ক রোনালদোর করা একটি গোল তাকে নিয়ে গেছে ইতিহাসের পাতায়।
জুভেন্টাস ৩-১ গোলে ম্যাচটি জিতে নেয়। ম্যাচের যোগ করা সময়ে স্যাসসুয়োলোর ডি-বক্সে ঢুকে শেষ গোলটি করেন রোনালদো। ইতিহাস সেরা খেলোয়াড়দের সঙ্গে নাম লেখা হয়ে যায় তার। জায়গা নেন ইয়োসেপ বিকানের পাশে। ১৯৩০ ও ৪০’ দশকের এ খেলোয়াড় তার জীবনে গোল দিয়েছেন মোট ৭৫৯টি।
রেকর্ডটি ছুতে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদোর লেগেছে ১০৩৯ ম্যাচ লাগল। পতুর্গীজ মহাতারকা সবচেয়ে বেশি গোল করেছেন ক্লাব ফুটবলে। সবচেয়ে বেশি গোল করেছেন রিয়াল মাদ্রিদে থাকাকালীন।
২০০২ সালে স্বদেশের ক্লাব স্পোর্তিং লিসবনের হয়ে পেশাদার ক্যারিয়ারে পথচলা শুরু করা রোনালদো ক্লাব ফুটবলে করেছেন ৬৫৭ গোল। আর জাতীয় দলের হয়ে ১৭০ ম্যাচ খেলে ১০২ গোল করেছেন তিনি। ১৮ বছরের ক্যারিয়ারে গড়ে প্রতি মৌসুমে ৪২টি করে গোল করেছেন তিনি।