কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহর কাছে একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছেন মন্ত্রিসভার সব সদস্য। প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভা সদস্যদের মতবিরোধের জেরে এ সিদ্ধান্ত নেন সদস্যরা। গতকাল এ খবর জানিয়েছে আলজাজিরা।
এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে- কয়েক দিন ধরেই প্রধানমন্ত্রীর সঙ্গে পার্লামেন্ট মন্ত্রিসভার সদস্যদের মতবিরোধ চলছিল। গত মঙ্গলবার পার্লামেন্টে মন্ত্রিসভা নিয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার প্রস্তাব জমা পড়ে। এর পরই মন্ত্রীরা একযোগে ইস্তফা দেন।
কুয়েতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় টুইট করে ওই গণইস্তফার খবর
জানিয়েছে। দেশটির সরকারি বার্তা সংস্থা কুনা জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী হামাদ জাবের আল-সাবাহর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। তিনিই সব মন্ত্রীর পদত্যাগপত্র একসঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীকে দিয়েছেন।
জানা গেছে, প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা নিয়ে যে প্রস্তাব জমা পড়েছে, ৩০ সদস্য তা সমর্থন করেছেন। সদস্যরা জানান, প্রধানমন্ত্রী যে মন্ত্রিসভা গঠন করেছেন, তার মধ্যে ভোটের ফলের প্রতিফলন নেই। স্পিকার এবং বিভিন্ন কমিটির গঠন নিয়েও সরকার হস্তক্ষেপ করছে।