৪১তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট আগামী ১৯ মার্চ অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষার এমসিকিউ টাইপ পরীক্ষা আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এদিন বিকাল ৩টায় এ পরীক্ষা শুধু ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। গতকাল বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, ৪২তম বিশেষ বিসিএসে
সহকারী সার্জন হিসেবে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। গত ২৭ ডিসেম্বর বিসিএসের আবেদন প্রক্রিয়া কার্যক্রম শেষ হয়। এতে সাড়ে ৩২ হাজার চিকিৎসক আবেদন করেন।
অপরদিকে ৪১তম বিসিএসে এবার রেকর্ডসংখ্যক প্রার্থী আবেদন করেন। এই বিসিএসে আবেদনের শেষ সময় ছিল গত বছরের ৪ জানুয়ারি। এতে মোট ৪ লাখ ৭৫ হাজার প্রার্থীর আবেদনপত্র জমা পড়ে। এর আগে ৪০তম বিসিএসে রেকর্ডসংখ্যক ৪ লাখ ১২ হাজার প্রার্থী আবেদন করেছিলেন।