রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চাকরিপ্রত্যাশী ছাত্রলীগ নেতাকর্মীদের চলমান আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে গতকাল দুপুরে উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সঙ্গে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের বৈঠকের পর এ ঘোষণা আসে। আন্দোলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন ডাবলু সরকার।
এর আগে গত মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের গেটে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করে চাকরিপ্রত্যাশী ছাত্রলীগ নেতাকর্মীরা।
বৈঠক শেষে গণমাধ্যমকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার জানান, উপাচার্যের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। একটু ভুল বোঝাবুঝি থেকে তারা আন্দোলনে গিয়েছিল। আন্দোলন স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের একজন সচিব চিঠি দিয়ে রাবিতে সব নিয়োগ স্থগিত রাখতে নির্দেশনা দেন।