কক্সবাজারের উখিয়ায় বন্যহাতির আক্রমণে এক ব্যক্তি নিহত। তার নাম ইসহাক আহমদ (৮৫)। তিনি নুরের ডেইল এলাকার মৃত ফজল করিমের ছেলে। নিহতের স্ত্রী, ৫ মেয়ে ও ৪ ছেলে রয়েছে। গতকাল ভোরে জালিয়াপালং ইউনিয়নের নূরের ডেইল এলাকায় মর্মান্তিক ঘটনাটি ঘটে। জালিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী জানান, গতকাল বিকালে ওই ব্যক্তির দাফন সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোর্শেদ বলেন, বন্যহাতির আক্রমণে নিহতের ঘটনাটি তিনি অবগত নন।