দুই ওয়ানডে ও তিন টেস্ট খেলতে গত রবিবার ঢাকায় এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এর পর থেকেই তারা ‘হোটেলবন্দি’। চার দিনের কোয়ারেন্টিনে ছিলেন ব্রাথওয়েট, জেসন মোহাম্মদরা। ইতোমধ্যে তাদের করোনা ভাইরাস পরীক্ষা করানো হয়েছে। সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। কোয়ারেন্টিন শেষে এবার তাদের অনুশীলন শুরুর পালা। আগামীকাল সকাল ১০টা থেকে বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করবেন সফরকারীরা। ১৮ জানুয়ারি বিকেএসপিতে ক্যারিবিয়ানরা প্রস্তুতি হিসেবে এক দিনের ম্যাচ খেলবেন।
আপাতত তিন দফায় করোনা ভাইরাস পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে উইন্ডিজ দলের ক্রিকেটারদের। ঢাকায় পৌঁছানোর পর প্রথম দফা, কোয়ারেন্টিনের তৃতীয় দিনে দ্বিতীয় দফায় এবং সপ্তম দিনে তৃতীয় দফায় তারা নমুনা দেবেন। অষ্টম দিন থেকে স্থানীয় নেট বোলার নিয়ে অনুশীলন করতে পারবেন ক্যারিবিয়ানরা। বাংলাদেশ সফরে জাতীয় দলের নিয়মিত ১২ ক্রিকেটার আসেননি। সবশেষ চোটের কারণে ছিটকে গেছেন অলরাউন্ডার রোমারিও শেফার্ড। উইন্ডিজ দলকে ওয়ানডেতে নেতৃত্ব দেবেন জেসন মোহাম্মদ। তার ডেপুটি হিসেবে থাকছেন সুনিল আমব্রিস। টেস্ট দলকে নেতৃত্ব দেবেন ক্রেইগ ব্রাথওয়েট। তার ডেপুটি ব্ল্যাকউড। ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজ মাঠে গড়াবে।