রাঙামাটি বিচার বিভাগ আয়োজিত ‘ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১’-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় আদালত চত্বরে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন রাঙামাটির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএনএম মোরশেদ খান।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএনএম মোরশেদ খানের নেতৃত্বে লাল দল এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের নেতৃত্বে সবুজ দল ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় ২-১ সেটে সবুজ দল জয়লাভ করে। খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সভাপতি দীননাথ তংচঞ্চ্যা, জেলা ও দায়রা জজ আদালত রাঙামাটির পাবলিক প্রসিকিউটর মো. রফিকুল ইসলাম এবং রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।