যশোরের চৌগাছায় অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কেটে ভাটায় নেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১২ ড্রামট্রাকচালক ও মালিকের কাছ থেকে ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গত মঙ্গলবার রাতে শহরের ইছাপুর বটতলাসহ বিভিন্ন সড়কে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে অভিযান চালিয়ে ট্রাকগুলোকে আটক করে চৌগাছা থানায় নেওয়া হয়।
গতকাল বেলা ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এনামুল হকের নেতৃত্বে চৌগাছা থানা চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করে চালক ও মালিকদের সতর্ক করে দেওয়া হয়।