কুমিল্লার দেবিদ্বার পৌর শহরের প্রাণকেন্দ্রে প্রবাহমান সরকারি খাল ভরাট করে দখলের অভিযোগ উঠেছে। এতে খালের পানির প্রবাহ আটকে গেছে। গতকাল সকাল সাড়ে ১০টায় সরেজমিন দেখা গেছে, পৌর এলাকার চেয়ারম্যান বাড়ির মৃত আবদুল মালেকের ছেলে কামাল হোসেন, মোশরাফ হোসেন, জামাল হোসেন ও কামরুল ইসলাম সরকারি খালে মাটি ফেলে ভরাটের কাজ করছেন। এতে শহরের পয়োবর্জ্যে আটকে পরিবেশ দূষণ ঘটছে। এ কারণে প্রবহমান খালটি মরাখালে পরিণত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয়রা বলেছেন, খালটি দেবিদ্বারের প্রাচীন খাল। খালটি ভরাট করা হলে ওই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হবে। এলাকাবাসীকে দুর্ভোগের শিকার হতে হবে বর্ষা মৌসুমে। দেবিদ্বার পৌর এলাকাসহ বিভিন্ন আবাসিক এলাকার ড্রেনের পানি নিষ্কাশনের একমাত্র খালটি ভরাট করায় স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এ ব্যাপারে অভিযুক্ত কামাল হোসেন বলেন, এখানে একটি ময়লার স্তূপ ছিল। সেটির দুর্গন্ধে পরিবেশ নোংরা হচ্ছিল। সেটি মাটি ফেলে ভরাট করেছি। সরকার যখন চাইবে তখনই ছেড়ে দেব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, সরকারি খাল দখল করে ভরাটের কথা জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহকারী কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে।