ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, নগরীর প্রধান প্রধান সড়কগুলো আবর্জনামুক্ত রাখতে পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে তা কার্যকর করা হবে। গতকাল নগরীর শম্ভুগঞ্জ ডাম্পিং স্টেশন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। মেয়র সিটি করপোরেশনের গৃহীত রাত্রীকালীন বর্জ্য ব্যবস্থাপনাসহ সার্বিক বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের সহযোগিতা কামনা করেন। মেয়র আরও বলেন, এই ল্যান্ডফিল স্টেশনটি দীর্ঘদিন ধরেই আমরা চ্যালেঞ্জ হিসেবে মোকাবিলা করে আসছিলাম। আমাদের যানবাহন ও জায়গা সংকট ছিল। অনেক সময় এ কাজে যারা দায়িত্বে ছিলেন তাদের শতভাগ আন্তরিকতার অভাবে সমস্যার সমাধান করা যায়নি। তবে আমরা ইতোমধ্যে ল্যান্ডফিলের পার্শ্ববর্তী জমি অধিগ্রহণ করেছি এবং নগরীর বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৃথক বিভাগ খোলা হয়েছে। যার ফলে পরিস্থিতির উন্নয়ন ঘটছে। এ সময় প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আরিফুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ড. উম্মে আফসারী জোহরা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচকে দেবনাথ রাজীব, নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. জহিরুল হক, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. জিল্লুর রহমান, সহকারী প্রকৌশলী মো. আজাহারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।