যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যাপিকা অপু উকিল বলেছেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে মোহনগঞ্জের মীর কাশেম, বাক্কীসহ সারাদেশে আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। হাজার হাজার ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। ওই সময় যারা খুন করত তাদের কাছ থেকে টাকা নিয়ে বাবর খুনিদের মাফ করে দিতেন। তাই তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। গতকাল বুধবার নেত্রকোনার মোহনগঞ্জে নির্বাচনীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অপু উকিল দলের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী সম্পর্কে বলেন, মোহনগঞ্জের মাটিকে যারা কলঙ্কিত করেছে, তারা বিএনপি-জামায়াতের চেয়েও খারাপ। তাদের বয়কট করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মোহনগঞ্জে নৌকার প্রার্থী লতিফুর রহমান রতনকে বিপুল ভোটে জয়ী করতে হবে। নির্বাচনীসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত রায়, নৌকার মেয়রপ্রার্থী ও বর্তমান মেয়র লতিফুর রকমান রতন, উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবাল, ভাইস চেয়ারম্যান দিলীপ দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শান্তা আক্তার, মোতাহার হোসেন চৌধুরী প্রমুখ।