১৬ জানয়ারি নরসিংদীর মনোহরদী পৌরসভা নির্বাচন। দিন-রাত চলছে প্রার্থীদের প্রচার কার্যক্রম। চলছে শেষ সময়ের উঠান বৈঠক আর সভা-সমাবেশ। সভা-সমাবেশে ভোটরদের মন জয় করতে প্রার্থীরা দিয়ে যাচ্ছেন নানা প্রতিশ্রুতি।
মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন। বিএনপির মেয়রপ্রার্থী মাহমুদুল হক।
মনোহরদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সামাদ মোল্লা যাদু বলেন, পৌর নির্বাচনে মেয়র পদে জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। প্রার্থী মোহাম্মদ আমিনুর রশিদ সুজন বলেন, জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। পুনরায় নির্বাচিত হলে বাকি উন্নয়নকাজ এবং পৌরবাসীর ভাগ্যোন্নয়নের চেষ্টা করব।
মেয়রপ্রার্থী মাহমুদুল হক বলেন, নীরবে প্রচার চালিয়ে যাচ্ছি। ভোটের মাঠ ভালো রয়েছে। জনগণও ভোটের অপেক্ষায় আছে। সুষ্ঠু পরিবেশে ভোট হলে ধানের শীষ বিজয়ী হবে। বিজয়ী হলেই স্বপ্নের পৌরসভা গড়ব।
ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী আব্দুল মান্নান (হাতপাখা) এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী ইমরান আহমেদও (মোবাইল ফোন) ভোটের প্রচারে ব্যস্ত আছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মনোহরদী পৌরসভা নির্বাচন। ৯টি ওয়ার্ডে মোট ভোটকেন্দ্র ৯টি। মোট ভোটার ১৩ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে পুরুষ ৬ হাজার ৫৮০ এবং নারী ৭ হাজার ২১৮ জন। প্রার্থী মেয়র পদে চারজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ছয়জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, সব প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।