৩০ জানুয়ারি চৌমুহনী পৌরসভার নির্বাচন। গত ১১ জানুয়ারি প্রতীক পেয়েই মাঠে নেমে পড়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মেয়র পদে ৪ জন, ৯ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন, সংরক্ষিত ৩টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
নোয়াখালী জেলার প্রধান বাণিজ্যিক ও শিল্প শহর চৌমুহনী। এ পৌরসভায় ভোটার ৫৪ হাজার ২৫৪ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ২৮ হাজার ৫১৩ জন ও নারী ২৫ হাজার ৭৪১ জন। চৌমুহনী পৌরসভার ভোট নিয়ে অনেক উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে। কারণ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনের দিন গোলযোগ ও সন্ত্রাসী কর্মকা-ের ফলে ২০টি কেন্দ্রের মধ্যে ১০টির ভোটগ্রহণ স্থগিত করতে হয়েছিল। এবারের নির্বাচনেও ভোটাররা সহিংসতার আশঙ্কা করছেন। মেয়রপ্রার্থীরা হলেন বর্তমান মেয়র ও চৌমুহনী পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন ফয়সল (নৌকা), বিএনপি চৌমুহনী পৌর সভাপতি জহিরউদ্দিন হারুন (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ জাকের হোসেন (হাতপাখা) এবং স্বতন্ত্র খালেদ সাইফুল্যা (মোবাইল ফোন)।