বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী ও বর্তমান মেয়র মো. জুলফিকার আলী ৫৬ দফা ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল বিকালে পৌর শহরের মাদ্রাসা রোডস্থ ধানের শীষ প্রতীকের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারের ৫৬ দফার মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে- পৌরসভার চলমান স্বাস্থ্যসেবার উন্নয়ন করে বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে ফ্রি চিকিৎসাসেবার ব্যবস্থা, পৌরসভা থেকে নদীর এপার-ওপার ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা চালু, পৌর কর্তৃপক্ষের অধীনে ফ্রি/নামমাত্র ফি নিয়ে উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান চালু, বেকারত্ব দূরীকরণে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ব্যবস্থা, পৌর এলাকার মসজিদের ইমাম/খতিবদের বেতন পৌরসভা থেকে প্রদান, এলাকাভিত্তিক পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ ও প্রত্যেক বাড়ি থেকে ময়লা-আবর্জনা পরিষ্কার এবং বিবাহ, জন্মদিনসহ ও সভা-সেমিনারের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক সভাকক্ষ করা ইত্যাদি।
পৌরবাসীর উদ্দেশে এই প্রার্থী বলেন, নির্বাচন একটি উৎসবমুখর পরিবেশ। কিন্তু বর্তমানে সেই পরিবেশ নেই। নির্বাচনের সুবাদে সবার ঘরে ঘরে যাওয়া সম্ভব হয়নি বিভিন্ন বাধার কারণে। এ জন্য আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি।