শুরু হতে যাচ্ছে ‘ঊনবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। ৯ দিনব্যাপী এই উৎসবের পর্দা উঠবে ১৬ জানুয়ারি। ৭৩টি দেশের ২২৬টি চলচ্চিত্র এতে অংশ নেবে। উৎসবের আয়োজক প্রতিষ্ঠান রেইনবো ফিল্ম সোসাইটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আয়োজক সূত্রে জানায়, ৯ দিনব্যাপী এই উৎসবে বিশ্বের ৭৩টি দেশের ২২৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এশিয়ান সিনেমা, রেট্রোসপেকটিভ, বাংলাদেশ প্যানারমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, শিশুতোষ চলচ্চিত্র, নারী নির্মাতা, স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র, স্পিরিচুয়াল সিনেমা বিভাগে বিগত বছরে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হয়ে আসছে।
এবার নতুন করে যুক্ত হয়েছে লিজেন্ডারি লিডার্স হু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড এবং ট্রিবিউট নামে আরও দুটি বিভাগ। নগরীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল ও প্রধান মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেস মিলনায়তন, শিল্পকলা একাডেমির চিত্রশালা-নৃত্যশালা মিলনায়তন ও নন্দন মঞ্চে এসব চলচ্চিত্র প্রদর্শিত হবে।