নতুন বছরের শুরুতেই প্রকাশ হয়েছে বিপ্লব সাহার কণ্ঠে নতুন গান ‘একটু একটু করে’। পহেলা জানুয়ারি তারকা ঝলমলে সন্ধ্যায় যমুনা ফিউচার পার্কে গানটির মোড়ক উন্মোচন করা হয়। জিয়া উদ্দিন আলমের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেন কাউসার খান। চমৎকার লোকেশনে মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। বিপ্লব সাহা ছাড়াও গানে মডেল হয়েছেন নিপুণ রাজ এবং অলংকার চৌধুরী। গানটি প্রসঙ্গে বিপ্লব সাহা বলেন, ‘আমি সংগীতানুরাগী। ভালো লাগা থেকেই গান প্রকাশ করে যাচ্ছি। ধীরে ধীরে শ্রোতাদের ভালোবাসাও পাচ্ছি। আশা করি, নতুন এ গানটি সবার ভালো লাগবে।’