ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা সজল ও প্রভা। সম্প্রতি তারা জুটি বেঁধে অভিনয় করেছেন একটি নাটকে। নাম ‘প্রতœনারী’। মুরাদ পারভেজের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন এসএমএ পারভেজ। সজল-প্রভা ছাড়া নাটকে আরও অভিনয় করেছেন সঞ্চিতা দত্ত, সিয়াম, তাসনিম তাসফি, আলামিন, কামরুল প্রমুখ। গল্পে দেখা যাবেÑ প্রতœতত্ত্ব বিভাগের ছাত্র কৌরী। ফটোগ্রাফি তার নেশা। আরকিওলজিকাল সার্ভের জন্য বন্ধুদের নিয়ে এক পুরাতন জমিদার বাড়িতে যায় সে। সেখানে তার পরিচয় হয় বাড়ির মালিক কবিরের সঙ্গে। বেশ গম্ভীর আর রাসভারী কবির বিভিন্ন নিয়ম-কানুন ও শর্তে বাড়িতে থাকার অনুমতি দেয়। কিন্তু প্রথম দিনেই কৌরী ও তার বন্ধুরা শর্ত ভেঙে ফেলে।
সজল বলেন, ‘নাটকের গল্পটি বেশ ভালো। তাই আগ্রহ নিয়েই কাজটি করেছি। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।’ নির্মাতা জানান, আসছে ভালোবাসা দিবসে ‘প্রতœনারী’ নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।