বিশ্বজুড়ে করোনা মহামারী চলাকালে হাসপাতালে নিবিড় পরিচর্য কেন্দ্র বা আইসিউতে দায়িত্বরত কর্মীদের কঠিন সমস্যার মুখোমুখি হতে হয়েছে। এমন পরিস্থিতিতে প্রায় অর্ধেক কর্মী অ্যালকোহল গ্রহণ বা আত্মঘাতী হওয়ার চিন্তা করেছেন। নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে যে, ৪৫ শতাংশ আইসিইউ কর্মী ‘পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার’ (পিটিএসডি), গুরুতর উদ্বেগ বা হতাশা কিংবা মদ্যপানের মতো অভ্যাসে জড়িয়েছেন। আটজনের মধ্যে একজন বা ১৩ শতাংশ বলেছেন যে, তারা গত দুই সপ্তাহে মৃত্যুকে বেছে নেওয়া কিংবা নিজেকে আহত করার বিষয়ে ঘনঘন চিন্তা করেছেন। ওকুপেশনাল মেডিসিন জার্নালে প্রকাশিত এক সমীক্ষায় গত জুন ও জুলাইয়ে যুক্তরাজ্যজুড়ে ৯টি নিবিড় পরিচর্যা ওয়ার্ডের ৭০৯ জন স্বাস্থ্যকর্মীর ওপর জরিপ চালানো হয়। ষস্কাই নিউজ