জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পার্টির যুগ্ম কোষাধ্যক্ষ আবু তৈয়ব এ তথ্য নিশ্চিত করেন। তিনি গতকাল সন্ধ্যায় আমাদের সময়কে বলেন, কোভিড টেস্টে স্যারের (জিএম কাদের) পজিটিভ এসেছে। তবে তার শারীরিক অবস্থা ভালো। তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসাতেই আছেন।