গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় সড়ক সম্প্রসারণের নামে কোনো ধরনের ক্ষতিপূরণ ছাড়াই মানুষের ঘরবাড়ি ভাঙার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাজবাড়ী সড়কে নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নানা বয়সী নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, তারাও উন্নয়নের পক্ষে। সড়ক প্রশস্তকরণের জন্য জমি দিতে তাদের আপত্তি নেই। তবে বিধিমোতাবেক তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক।
মানববন্ধনে অংশগ্রহণকারী ভুক্তভোগীদের কয়েকজন হলেন ১৯ নম্বর সালনা-যোগীর ঘোপা সড়কের মো. আবুল হোসেন, হোসনে আরা, আলী হোসেন, মো. নুরুল ইসলাম; সালনা-ভাগলবাড়ী সড়কের আবদুল মতিন দেওয়ান, সাইফুল ইসলাম মানিক, তরিকুল ইসলাম; সালনা-কাথরা সড়কের জসিম সরকার, জাফর সরকার, জহিরুল ইসলাম সরকার প্রমুখ।